১. আবেদন ফর্মে প্রয়োজনীয় তখ্যসহ পূরণকৃত প্রিন্ট আমাদের যে কোন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদনকারী শুধুমাত্র নিজের স্বাক্ষর দিয়ে ফর্মটি জমা দিবেন।
২. আপনার Trading A/C (BO হিসাব)-এ পর্যাপ্ত পরিমান বা IPO- এর সমপরিমান Matured টাকা থাকলে IPO Application করেতে পারবেন। Margin A/C Holder গণ IPO Application করতে চাইলে সমপরিমান টাকা জমা দিয়ে IPOApplication করেতে পারবেন।
৩.আপনার Trading A/C –এ IPO- এর সমপরিমান টাকা না থাকলে আমাদের যে কোন অফিসে উক্ত পরিমান টাকা জমা দিয়ে দিয়ে IPO Application করেতে পারবেন।
৪.আমাদের অফিসে সরাসরি না এসে IPO Application এর জন্য প্রয়োজনীয় টাকা আমাদের ব্যাংকের যেকোন শাখায় নগদ Pay-Order অথবা Cheque এর মাধ্যমে জমা দিয়ে মোবাইল নং-01711993486 তে SMS এর মাধ্যমে অথবা আমাদের Website-এ e-report registered গন money deposit form পূরণ ও submit করে জানাতে পারবেন।
(ক) আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ (মতিঝিল শাখা) ০০২১২২০০০৩৩১৪
্যাংক ডিপোজিট স্লিপ এবং IPO –এর প্রয়োজনীয় তখ্য সম্বলিত ফর্ম স্বাক্ষর সহ Subscription Period- এর মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অফিসে পাঠাতে হবে। অথবা নিম্নে ৭নং সেবায় উল্লেখিত মাধ্যমেও পাঠাতে পারেন। একাধিক IPO আবেদনের টাকা জমার ক্ষেত্রে Trading A/C নম্বর Deposit Slip-এ অথবা পৃথক ভাবে লিখে জানাতে হবে। ৫. Subscription Period- এর শেষ দুই কার্যদিবসে IPO Application এর জন্য কোন Pay-Order বা Cheque গ্রহন করা হবে না।
৬. Suspend A/C হোল্ডারগণ (যারা BO হিসাবের বাৎসরিক নবায়ন ফি পরিশোধ করেন নাই) BO ফিস পরিশোধ সাফেক্ষে IPOApplication করেতে পারবেন।
৭. ইলেকট্রনিক ফর্ম অর্থৎ E-mail, Fax, SMS এবং আমাদের Website –এর মাধ্যমেও আবেদন করা যাবে।
IPO আবেদন ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় তখ্যসমূহ উল্লেখ পূর্বক আপনার স্বাক্ষর স্ক্যান করে আমাদের faridaraquib@gmail.com এই ঠিকানায় E-mail পাঠিয়ে IPO সম্পন্ন করা যাবে। যে সকল সম্মানিত Trading A/CHolder দের BO হিসাবের তথ্যে e-mail address দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য উল্লেখ পূর্বক শুধুমাত্র Requeste-mailপাঠিয়ে IPOApplication করেতে পারবেন।
আমাদের Website থেকে IPO আবেদন ফর্ম ডাউনলোড করে অথবা আমাদের যে কোন অফিস থেকে IPO ফর্ম সংগ্রহ করে ফর্মে উল্লেখিত প্রয়োজনীয় তখ্যসমূহ উল্লেখ পূর্বক আপনার স্বাক্ষর সহ আমাদের ৮৮-০২-৯৫৫১৪৯৯ এই নাম্বারে Fax পাঠিয়ে IPO সম্পন্ন করা যাবে।
যে সকল সম্মানিত Trading A/CHolder দের BO হিসাবের তথ্যে Mobile Number দেওয়া আছে সে সকল গ্রাহকগন IPO তথ্য গুলো (Trading A/C, Company name , Category ) উল্লেখ করে উক্ত নাম্বার থেকে আমাদের ০১৭১১৯৯৩৪৮৬ - এই মোবাইল নাম্বারে SMS পাঠিয়ে IPOApplication করেতে পারবেন।
(Website: www.faridaraquibsecurities.com)
আমাদের Website-এর Download-এ click করে IPO Form Download করে প্রিন্ট নিন এবং পূরণ পূর্বক স্বাক্ষর সহ আমাদের যে কোন অফিসে পাঠিয়ে দিন। e-Report Registeredগন আমাদের website-এ login করে IPO Request-এ click করে Category ও Company Name selectকরেsubmit করলেই IPO application সম্পন্ন হবে। e-Report Unregister গন আমাদের website-এ IPO Request-এclick করে IPO Form পূরণ করেsubmit করুন।
৮. Unsuccessful Account –এর টাকা A/C Holder –এর নিজের Trading A/C –এ জমা হয়ে যাবে এবং সেখান থেকে প্রয়োজনীয় টাকা উত্তোলন করা যাবে।
৯. আপনার IPO আবেদন আমাদের অফিস কর্তক গৃহীত হলো কিনা তা জানতে IPO update তালিকা আমাদের www.faridaraquibsecurities.com-এ visit করুন।
১০. Issuer কোম্পানিকে পাঠানো আমাদের Client –এর IPO আবেদনের তালিকা এবং লটারীর পরে successful client দের তালিকা আমাদের Website-এ Trading A/C (Client code) অনুযায়ী দেখা যাবে।
অথবা DSE ও কোম্পানির website –এ লটারীর পরে successful client দের তালিকা আমাদের TREC No. 149 অনুসরন করে Trading Account হিসাবে search করলে পাওয়া যাবে।
বিঃ দ্রঃ উপরোল্লিখিত সেবা সমূহ কার্যকরের ক্ষেত্রে নিম্নোক্ত শর্ত সমূহ অবশ্যই পালনীয়ঃ- IPO closing date –এর পূর্বে আপনার Trading A/C – এ IPO আবেদনের সমপরিমান Matured টাকা থাকা বাদ্ধতামূ্লক। বিভিন্নভাবে পাঠানো পূ্রনকৃত এবং স্বাক্ষরিত IPO ফর্ম অথবা SMS, Web, Fax, E-mail ইত্যাদির মাধ্যমে পাঠানো IPO অবশ্যই IPO closing date-এর মধ্যেই আমাদের ঠিকানায় পৌছাতে হবে এবং category (General/Affective small investor) উল্লেখ করতে হবে।